রবিবার ০৪ মে ২০২৫

সম্পূর্ণ খবর

TheArcArt

রাজ্য | সংশোধনাগার থেকে পিএইচডি, পরীক্ষা দিলেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দী

Riya Patra | ২৬ জুন ২০২৪ ১৭ : ০৮Riya Patra


মিল্টন সেন, হুগলি: জেল বর্তমানে প্রকৃত সংশোধনাগারে উন্নীত হয়েছে। সেই উদাহরণ স্পষ্ট করেছে যাবজ্জীবন সাজা প্রাপ্ত এক বন্দীর ইতিহাস গবেষণা। সম্প্রতি হুগলি সংশোধনাগার থেকেই এক বন্দী, অর্ণব দাম শুরু করেছেন তাঁর পিএইচডির প্রস্তুতি। এই উদ্যোগে তার পাশে দাঁড়িয়েছে সংশোধনাগার কর্তৃপক্ষ। বইপত্র থেকে পড়াশোনা করার পরিবেশ সব কিছুরই সুযোগ তাঁকে করে দেওয়া হয়েছে চার দেওয়ালের মধ্যেই। বুধবার পুলিশের গাড়িতে পরীক্ষা দিতে হুগলি সংশোধনাগার থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ে।
তথাকথিত সেই জেলের ভেতরে বর্তমানে সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত। সেখানে রয়েছে পড়াশোনা করার যথাযথ ব্যাবস্থা। রয়েছে নানান সংবাদপত্র এবং অসংখ্য বইয়ের সম্ভার। ফুলের বাগান। বন্দীদের মানসিক স্থিরতা আনতে চলে নিয়মিত কাউন্সেলিং। পাশাপাশি রয়েছে পছন্দ মতো নানান রকমের ট্রেনিং এর ব্যাবস্থা। শেখানো হয় হাতের কাজ, সেলাই। টেলিভিশন দেখা থেকে গান শোনার সব রকম ব্যাবস্থা রয়েছে সেখানে। একইসঙ্গে ওই চার দেওয়ালের মাঝে থাকা সকলকে নিয়ে পালন করা হয় থাকে সর্ব ধর্মের যাবতীয় উৎসব। বাইরে থেকে অনেক কিছু মনে হলেও গত কয়েক বছরে জেলের ভেতরের অবস্থার আমূল পরিবর্তন হয়েছে। পরিকাঠামোগত এবং পরিবেশগত ভাবেও চার দেওয়ালের ভেতরের অবস্থা আর আগের মতো নেই। বাস্তবেই জেল থেকে সেটা সংশোধনাগারে রূপান্তরিত হয়েছে। জেল থেকে সংশোধনাগারে উন্নীত করার ক্ষেত্রে রাজ্য প্রশাসনের তরফে নেওয়া এই পদক্ষেপ কঠিন হলেও কার্যত অনেকটাই সফল। তার প্রকৃত উদাহরণ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত অর্ণব দাম। অনেকেই হয়তো এই নামের সঙ্গে পূর্ব পরিচিত। কারণ, এই নাম শুনলে শিলদা পুলিশ ক্যাম্পে ভয়াবহ সেই মাওবাদী হামলার কথা মনে পরে যাওয়াটা খুবই স্বাভাবিক। একদা মাওবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন বছর পয়তাল্লিশের এই ব্যক্তি। চলতি বছরের গত মাস তিনেক ধরে অর্ণব হুগলি সংশোধনাগারে বন্দি রয়েছেন। চলতি বছরের ২৯ ফেব্রুয়ারি তাঁকে যাবজ্জীবন সাজার নির্দেশ দিয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলা আদালত। অর্ণব পশ্চিম মেদিমীপুরের শিলদা ইএফআর ক্যাম্পে হামলার ঘটনায় অভিযুক্ত ছিলেন। সাজা ঘোষণার পর কিছুদিন তাঁকে রাখা হয় মেদিনীপুর সংশোধনাগারে। গত ১৭ মার্চ ২০২৪ তাঁকে আনা হয় হুগলি সংশোধনাগারে। তার পর থেকে সেখানেই বন্দী রয়েছেন অর্ণব। কলকাতার বাসিন্দা শিক্ষিত বর্ধিষ্ণু পরিবারের সন্তান অর্ণব। বরাবরই মেধাবী। ইঞ্জিনিয়ারিং সম্পূর্ণ করেছেন। সাজা ঘোষণার আগে বেশ কিছুদিন বেল পেয়ে বাইরে ছিলেন। আর জেলের বাইরে থাকা কালীন সময়ে সে তাঁর স্নাতকোত্তর সম্পূর্ণ করে। মেদিনীপুর সংশোধনাগারে থাকা কালীন বেশ কিছুদিন আগে আদালতের কাছে সে পিএইচডি করার সুযোগ দেওয়ার আর্জি জানিয়েছিলেন। জানিয়েছিলেন ইতিহাস নিয়ে তাঁর গবেষণা করার ইচ্ছের কথা। আদালতের বিচারক অর্ণবের সেই আর্জি নথিভুক্তও করে সংশ্লিষ্ট কতৃপক্ষকে তা বিবেচনা করার কথা বলেছিলেন। তার পরেই রাজ্য কারা কর্তৃপক্ষের অনুমোদনের পরই অর্ণব পি এইচ ডির প্রস্তুতি শুরু করে। পাশাপাশি কর্তৃপক্ষ অনুমতি দেওয়ায় পরই ইন্টারভিউর ব্যবস্থা করা হয়। এদিন পুলিশি নিরাপত্তায় বর্ধমান বিশ্ববিদ্যালয়ে সশরীরে হাজির হয়ে মৌখিক ইন্টারভিউ দেন অর্ণব।
হুগলি জেল সূত্রে জানা গেছে, জেলের ভালো ভিতরে থাকা কালীন সবসময় পড়াশোনা নিয়েই থাকতো সে।সংশোধনাগারে থাকা গ্রন্থাগারের নানা বই নিয়ে পড়াশোনা করতো অর্ণব। মৌখিক ইন্টারভিউ তে পাশ করলে চার দেওয়ালের মাঝে বন্দী দশায় অফুরন্ত সময় তিনি ব্যয় করবেন ইতিহাস গবেষণায়।
ছবি সংগৃহীত।




নানান খবর

নানান খবর

সামশেরগঞ্জের ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়ালেন পুলিশকর্তারা, সাসপেন্ড দুই পুলিশ আধিকারিক

তুফানগঞ্জে দিনেদুপুরে অপহরণ, ৬ লক্ষ টাকা সহ এক ব্যক্তিকে নিয়ে চম্পট দুষ্কৃতীদের

টুরিস্ট ভিসায় এসে আর ফেরা হল না, চন্দননগরে গ্রেপ্তার পাকিস্তানি নাগরিক

মাধ্যমিকে ভাল ফল বক্সিরহাটের রাজমিস্ত্রী পরিবারের বিকাশের, উচ্চ মাধ্যমিকে আর্থিক সহায়তা চায় তার পরিবার 

দুষ্প্রাপ্য ব্রুনাই কিং আম পান্ডুয়ায়! শিক্ষকের ফলের বাগান দেখলে চোখ ধাঁধিয়ে যাবে

বিদ্যালয়ে প্রথম, জেলায় ছাত্রীদের মধ্যে সেরা, তবু মেধাবী থৈবির জন্য কাঁদছে স্কুল ও পরিবার

 সাম্প্রতিক অগ্নিকাণ্ডের জের, শহর কলকাতার এই রেস্তোরাঁগুলি বন্ধ করার নির্দেশ দিল পুরসভা

গঙ্গার ইলিশের সঙ্গে এবার বাঙালির পাতে পড়তে চলেছে গঙ্গার গলদা চিংড়ি

ভাল রেজাল্ট হবে তো? ফল প্রকাশের কিছুক্ষণ আগেই চরম সিদ্ধান্ত মাধ্যমিক পরীক্ষার্থীর

স্বাধীনতার ৭৫তম বর্ষ পালন চন্দননগরে, শহরকে হেরিটেজ ঘোষণার উঠল দাবি

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা

সোশ্যাল মিডিয়া